১।পৌরসভা মহা পরিকল্পনা(Master Plan)প্রণয়ন করা হয়েছে
২।৫ বছর মেয়াদী পৌরসভা উন্নয়ন পরিকল্পনা (PDP) প্রণয়ন করা হয়েছে।
৩।নারী উন্নয়ন কর্ম পরিকল্পনা (GAP) প্রণয়ন করা হয়েছে।
৪।দারিদ্র হ্রাস করণ কর্ম পরিকল্পনা (PRAP) প্রণয়ন করা হয়েছে।
৫।স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯অনুসারে শহর সমন্বয় কমিটি (TLCC), ওয়ার্ড কমিটি (WC), স্থায়ী কমিটি (SC) গঠন করা হয়েছে এবং কার্যকর রয়েছে।
৬।স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুসারে নাগরিক সনদ প্রণয়ন, পৌরসভা অঙ্গনে নাগরিক সনদ প্রদর্শন,এবং বুকলেট আকারে জনগণের মধ্যে বিতরণ করা হয়েছে।
৭।সুনির্দিষ্ট কার্য পরিধিসহ অভিযোগপ্ রতিকারসেল গঠন ও কার্যকর করা হয়েছে।
৮।পৌরসভার সামনে অভিযোগবাক্স স্থাপন করা হয়েছে।
৯।কম্পিউটারাইজড হিসাব ব্যবস্থার প্রবর্তন এবং কম্পিউটারেরমাধ্যমে হিসাব প্রতিবেদন প্রস্তুত করা।
১০।কম্পিউটিারাইজ্ড ট্যাক্সরেকর্ড পদ্ধতির প্রবর্তন এবং কম্পিউটারের মাধ্যমে বিবরণী প্রস্তুত করা।
১১।কম্পিউটারাইজ্ড ট্রেডলাইসেন্স রেকর্ড পদ্ধতির প্রবর্তন এবং কম্পিউটারের মাধ্যমে বিবরণী প্রস্তুত করা।
১২।পৌরসভার সকল উন্নয়ন কাজের দরপত্রe-GP মাধ্যমে আহবান করা হচ্ছে।
১৩।পৌর সকল প্রচারকার্য সঠিকভাবে পরিচালনা করার গণযোগাযোগ গঠন এবং কার্যকর করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস