Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

 

সংক্ষিপ্ত পরিচিতিঃ

 

          মোঘল সম্রাট বাদশা শাহজাহানের ছেলে আওরঙ্গজেব রাষ্ট্র ক্ষমতা দখল করলে শাহজাহানের দ্বিতীয় পুত্র সুজাউদ্দৌলা পালিয়ে এসে এ অঞ্চলে আশ্রয় গ্রহণ করেন। নিরাপত্তার জন্য তিনি তাঁর আশ্রয়স্থলের চতুর্দিকে পরিখা খনন করতঃ একটি গড় (মাটির উচু বেষ্টনি) তৈরী করে গড়ের চারপাশে যে ফুলের বাগিচা তৈরী করা হয়- অনেকের মতে সেখান থেকে ফুলবাড়ী নামকরন হয়েছে।

 

          আবার অনেকের মতে জমিদারদের পূর্ব পুরুষরা নিজেদের বাড়ীর আশ-পাশে, ঠাকুর বাড়ীর প্রাঙ্গনে ফুলের বাগান তৈরী করতেন। সেই বাগানের ফুল পূজা/অর্চনাসহ সাজ-সজ্জার কাজে ব্যবহার করা হতো-সেখান থেকেও ফুলবাড়ী নামটি আসতে পারে বলে অনেকের ধারনা।

 

          তৎকালীন অবিভক্ত ভারতে যখন হিন্দু জমিদারদের রমরমা রাজত্ব, সে সময় অত্রাঞ্চলের প্রভাবশালী মুসলিম জমিদার ছিলেন রাজারামপুরের ফুল মোহাম্মদ চৌধুরী। কথিত আছে ফুলবাড়ী নামটি এই ফুল মোহাম্মদ থেকে এসেছে।

 

          দিনাজপুর জেলা শহর হতে দক্ষিণ পূর্বাংশে ৪১ কিঃমিঃ এবং রাজধানী ঢাকা শহর হতে উত্তরে ৩০৯ কিঃমিঃ দূরত্বে ছোট যমুনা নদীর তীরে গড়ে উঠে ফুলবাড়ী জনপদ। সম্রাট শাহজাহানের  দ্বিতীয় পুত্র সুজাউদ্দৌলা বাংলায় পালিয়ে এসে ফুলবাড়ীর পশ্চিম গৌরীপাড়ায় আশ্রয় গ্রহণ করেন। ইংরেজদের শাসনকালে ইউনিয়ন কাউন্সিলর (বর্তমানে ইউনিয়ন পরিষদ) গঠন করা হলে সুজাউদ্দৌলার  নামকরনে করা হয় সুজাপুর ইউনিয়ন। পৌরসভা গঠনের পূর্ব পর্যন্ত ০৫ নং সুজাপুর ইউনিয়ন ছিল। ২২ মে, ১৯৮৩ খ্রিঃ সালে ০৯ টি ওয়ার্ড সমন্বয়ে ১৩.৫৯ বর্গ কিঃমিঃ এলাকা নিয়ে এ ফুলবাড়ী পৌরসভা গঠিত হয়। পৌরসভার উত্তরে আবাসিক এলাকা ও কেন্দ্রীয় কবরস্থান, দক্ষিনে উপজেলা পরিষদ, পূর্বে রেলওয়ে ষ্টেশন ও থানা এবং পশ্চিমে সরকারী হাসপাতাল, ব্যাংক-বীমাসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান অবস্থিত। বর্তমানে লোকসংখ্যা = ৫৫,৮৫০ জন । ১৪ মার্চ, ২০১১ খ্রিঃ সালে এ পৌরসভা “খ” শ্রেণীতে এবং ২১ সেপ্টেম্বর,২০১৫ খ্রিঃ সালে “ক” শ্রেণীতে  উন্নীত হয়।

 

          নয়নাভিরাম সুজলা-সুফলা প্রকৃতির বুকে এ জনপদের মানুষ অত্যন্ত সহজ-সরল ও শান্তি প্রিয়। ফুলবাড়ী সহ পার্শ্ববর্তী উপজেলা সমূহ অফুরন্ত প্রাকৃতিক সম্পদে ভরপুর।

বাংলাদেশের অধিকাংশ এলাকার মত ফুলবাড়ীও মুসলিম অধ্যুষিত এলাকা, কিন্তু ব্রিটিশ আমল পর্যন্ত হিন্দুরাই ছিল সংখ্যাগরিষ্ঠ। তৎকালীণ যানবাহন ছিল গরুর গাড়ী আর নৌকা। দুর দুরান্তে যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল যখন নৌকা, তখনসংগত কারণে নদী তীরে গড়ে উঠে হাট-বাজার তথা গঞ্জ। ১৮৮৬ সালে রেলওয়ে যোগাযোগ সৃষ্টি হলে অত্র অঞ্চলের মানুষ ফুলবাড়ী রেলওয়ে ষ্টেশন দিয়ে যাতাযাত করত এবং এখনও তা অব্যাহত আছে। এরপর সড়ক যোগাযোগ স্থাপন হওয়ায় দিনাজপুর, ঠাকুরগাও, পঞ্চগড় জেলা হতে রাজধানী ঢাকাসহ বগুড়া, রাজশাহী, খুলনা, সিলেট, চট্রগ্রাম সহ অন্যান্য দুরপাল্লার যানবাহন এই ফুলবাড়ী শহর দিয়ে যাতাযাত করে। যোগাযোগের ক্ষেত্রে ফুলবাড়ী শহর দিনাজপুর জেলার অতিগুরুত্ব বহন করে।  বিংশ শতাব্দীর প্রথম দিক থেকে ক্রমবর্ধমান গতিতে শহরের আয়তন সহ ব্যবসা-বানিজ্য, দোকান-পাট, শিক্ষা-সংস্কৃতি প্রভৃতি কর্মতৎপরতা বৃদ্ধি পেতে থাকে এবং বর্তমান অবস্থায় এসে পৌছায়।

         

          প্রায় ৬২ শতক জমির উপর একটি পুরাতন ভবনে ফুলবাড়ী পৌরসভার কার্যক্রম পরিচালিত হচ্ছে(নতুন আধুনিক পৌরভবন নির্মানাধীন)। বর্তমানে প্রকৌশল, প্রশাসন এবং স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পরিচ্ছন্ন বিভাগের আওতায় ০৭ টি শাখার সমন্বয়ে জনসাধারণকে পৌর সেবা প্রদান করা হচ্ছে।

 

 

 

 

পৌরসভার সাধারন তথ্যাবলী-

প্রশাসন বিভাগ

স্থাপিত

২২মে, ১৯৮৩ খ্রিঃ

অবস্থান

উত্তরে আবাসিক এলাকা এবং কেন্দ্রীয় কবরস্থান, দক্ষিণে উপজেলা পরিষদ, পূর্বে রেলওয়ে ষ্টেশন ও থানা এবং পশ্চিমে সরকারী হাসপাতাল, ব্যাংক বীমাসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান অবস্থিত। জমির পরিমাণঃ ৬৪.০০ শতক

মৌজা-গৌরীপাড়া, জে,এল নং-৫১, খতিয়ান নং-১৪৮,

দাগ নং-২৩৪, পরিমাণ-৩২ শতকের মধ্যে ২৯ শতক।

দাগ নং-২৩১, পরিমান-                   ৩৩ শতক।

                                   সর্বমোট =৬২ শতক।

শ্রেণী

“ক” (উত্তীর্নের তারিখ ২১/০৯/২০১৫ খ্রি)

আয়তন

১৩.৫৯ বর্গ কিঃমিঃ (৩৩৫৬.৭৩ একর)

লোক সংখ্যা

পুরুষ= ২৮,২২৫জন

মহিলা=২৭,৬২৫জন

মোট=  ৫৫,৮৫০ জন

ভোটার সংখ্যা

পুরুষঃ ১২,০০৭ জন

মহিলাঃ ১২,২২৮ জন

মোট =২৪,২৩৫ জন

(ইসি অফিস, জুন/২০১৫)

ওয়াড সংখ্যা

০৯ টি

মৌজা সংখ্যা

১৪ টি

মহল্লা সংখ্যা

২৯ টি

১০

হাট-বাজার

০২ টি   হাটঃ-দাগ নং-১৩৬,পরিমান ৭৪ শতক

       বাজার-দাগ নং-১৩৭,পরিমান ২৬ শতক

                       মোট=১০০ শতক

১১

গরু হাট

০১টি, দাগ নং-     পরিমান ১১.৪৪ একর

১২

অডিটরিয়াম সংখ্যা

০১টি (অকেজো)

১৩

বস্তির সংখ্যা

০৫ টি  পূর্ব রামচন্দ্রপুর শিয়ালী ডাঙ্গা-১৫০ জন

           তেঁতুলিয়া জিয়ার মিল-১০০ জন

           কানাহার পুকুর পাড়-১৫০ জন

           বারকোনা ষ্টেশন সংলগ্ন-২০০ জন

          দক্ষিণ সুজাপুর ফুটব্রীজ সংলগ্ন-১৫০ জন

১৪

বস্তির লোক সংখ্যা

৭৫০ জন

১৫

বাস স্ট্যান্ড

০৩টি

১৬

ট্রাক স্ট্যান্ড

০১টি

১৭

পুকুর/জলাশয়

-

১৮

শিক্ষা প্রতিষ্ঠান

কলেজ-০৪ টি

হাই স্কুল-০৪ টি

সঃপ্রাথমিক স্কুল-১০টি

কিন্ডার গার্ডেন-১৩ টি

মাদ্রাসা-০২ টি

১৯

শিক্ষার হার

৬২.৬%

 

২০

ধর্মীয় প্রতিষ্ঠান

মসজিদ-৭৪ টি

মন্দির-০৮ টি

গীর্জা-০১ টি

মন্ডব- ১১ টি

প্যাগোডা-

এতিমখানা-০৮ টি

কবরস্থান-০১ টি

শম্মান ঘাট-০১ টি

২১

ব্যাংক/বীমা

ব্যাংক-০৯টি, বীমা-১০টি।

২২

সিনেমা হল

০২টি

২৩

হাসপাতাল

০১টি

২৪

ক্লিনিক

০১টি

২৫

ডায়াগনস্টিক সেন্টার

০৫টি

২৬

এনজিও

১৯টি

২৭

সাংগঠনিক কাঠামো অনুযায়ী কর্মকর্তা/কর্মচারীর সংখ্যা

(ক)  কর্মকর্তাঃ    ১৩ জন

(খ) কর্মরত কর্মচারীঃ ১৪২জন

           মোট= ১৫৫ জন

২৮

কর্মরত কর্মকর্তা/কর্মচারীর সংখ্যা

(ক) কর্মকর্তা-০৬ জন

(খ) কর্মচারী- ৩৮ জন

       মোট=৪৪ জন

(গ) শূন্য পদের সংখ্যা ১১১ জন

(ঘ)  অনিয়মিত কর্মচারী ১৩+২৮=৪১ জন

(ঙ)  প্রজেক্ট  ষ্টাফ    ঃ ০০ জন

২৯

২০১৩-২০১৪  অর্থ বছরের পৌর পরিষদের মোট সভা অনুষ্ঠান

(ক) সাধারন সভা- ১১ টি।

(খ) বিশেষ সভা- ০২ টি।

(গ) জরুরী সভা -।

৩০

২০১৪-২০১৫  অর্থ বছরের পৌর পরিষদের মোট সভা অনুষ্ঠান

(ক) সাধারন সভা- ১২ টি।

(খ) বিশেষ সভা- ০২ টি।

(গ) জরুরী সভা-।

৩১

২০১৫-২০১৬  অর্থ বছরের পৌর পরিষদের মোট সভা অনুষ্ঠান

(ক) সাধারন সভা- ১১ টি।

(খ) বিশেষ সভা-  ০৩ টি।

(গ) জরুরী সভা-।

৩২

২০১৬-২০১৭  অর্থ বছরের পৌর পরিষদের মোট সভা অনুষ্ঠান

(ক) সাধারন সভা-১১টি।

(খ) বিশেষ সভা-০৪টি।

(গ) জরুরী সভা-।

৩৩

২০১৭-২০১৮  অর্থ বছরের পৌর পরিষদের মোট সভা অনুষ্ঠান

(ক) সাধারন সভা-১২টি।

(খ) বিশেষ সভা-০২টি।

(গ) জরুরী সভা-।

৩৪

২০১৮-২০১৯  অর্থ বছরের পৌর পরিষদের মোট সভা অনুষ্ঠান

(ক) সাধারন সভা-১২টি।

(খ) বিশেষ সভা-০৩টি।

(গ) জরুরী সভা-।

৩৫

২০১৯-২০২০  অর্থ বছরের পৌর পরিষদের মোট সভা অনুষ্ঠান

(ক) সাধারন সভা-১২টি।

(খ) বিশেষ সভা-০২টি।

(গ) জরুরী সভা-০১টি।

৩৬

২০২০-২০২১  অর্থ বছরের পৌর পরিষদের মোট সভা অনুষ্ঠান

(ক) সাধারন সভা-১১টি।

(খ) বিশেষ সভা-০৪টি।

(গ) জরুরী সভা-।

৩৭

২০২১-২০২২  অর্থ বছরের পৌর পরিষদের মোট সভা অনুষ্ঠান

(ক) সাধারন সভা-১২টি।

(খ) বিশেষ সভা-০২টি।

(গ) জরুরী সভা-।

৩৮

২০২২-২০২৩  অর্থ বছরের পৌর পরিষদের মোট সভা অনুষ্ঠান (অক্টোবর/২০২২ পর্যন্ত)

(ক) সাধারন সভা-০৯টি।

(খ) বিশেষ সভা-০১টি।

(গ) জরুরী সভা-।

   

৩৯

শহর সমন্বয় কমিটি (TLCC) গঠনের তারিখ

পুনঃ গঠন

পুনঃ গঠন

০২/১০/২০১২ খ্রিঃ।

১৫/০৩/২০১৬ খ্রিঃ।

০৪/০৩/২০২১ খ্রিঃ

৪০

ওয়ার্ড কমিটি (WC) গঠনের তারিখ

পুনঃ গঠন

পুনঃ গঠন

১৫/১০/২০১২ খ্রিঃ।

১৫/০৩/২০১৬ খ্রিঃ।

০৪/০৩/২০২১ খ্রিঃ।

৪১

বিভিন্ন স্থায়ী কমিটি গঠনের তারিখ

পুনঃ গঠন

১৬/১০/২০১২ খ্রিঃ।

১৫/০৩/২০১৬ খ্রিঃ।

২০/০৫/২০২১ খ্রিঃ।

৪২

গণ মাধ্যম সেল (MCC)

৩০/০৬/২০১৩ খ্রিঃ।

৪৩

জেন্ডার কমিটি (GC)

২৭/১২/২০১২ খ্রিঃ।

৪৪

নগর পরিকল্পনা ইউনিট (TPU)

৩০/০৬/২০১৩ খ্রিঃ ।

৪৫

সর্বশেষ নির্বাচনের  তারিখ

২৮ ডিসেম্বর,২০২০ খ্রিঃ

৪৬

গেজেটে নাম প্রকাশের তারিখ

০৭ জানুয়ারী,২০২১ খ্রিঃ

৪৭

বর্তমান পরিষদের শপথ গ্রহণের তারিখ

২১ জানুয়ারী ২০২১ খ্রিঃ

৪৮

দায়িত্ব গ্রহণের তারিখ

৩১ জানুয়ারী ২০২১ খ্রিঃ

৪৯

বর্তমান পরিষদের প্রথম মাসিক সাধারন সভা

০১, ফেব্রুয়ারী,২০২১ খ্রিঃ

৫০

টেলিফোন নাম্বার

০৫৩২৭-৫৬৩৪২

৫১

ফ্যাক্স নাম্বার

০৫৩২৭-৫৬৩৪২

৫২

ই-মেইল

phulbaripourosova@gmail.com

৫৩

ওয়েব সাইট

pourashava.fulbari.dinajpur.gov.bd

৫৪

ফেসবুক আইডি

www.facebook.com/Phulbari Pouroshava, Dinajpur

৫৫

পোষ্ট কোড

৫২৬০

৫৬

পৌরসভা কোড

৪২

৫৭

ফুলবাড়ী উপজেলা কোড

৩৮

৫৮

জেলা কোড

২৭